ছাত্রলীগের দপ্তরের দায়িত্বে সদা তৎপর দেলোয়ার শাহজাদা

ছাত্রলীগের দপ্তরের দায়িত্বে সদা তৎপর দেলোয়ার শাহজাদা

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন পাবনার সুজানগরের সন্তান , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের  ছাত্র  দেলোয়ার হোসেন শাহজাদা। পলিটিক্সনিউজ২৪.কম এর কথা সাথে সাক্ষাৎকারে তিনি তার রাজনৈতিক জীবন,  দপ্তর সামলানোর অভিজ্ঞতা  ও অন্যান্য নানা বিষয়ে কথা বলেন।

পলিটিক্সনিউজ২৪: রাজনীতিতে কবে থেকে?

দেলোয়ার শাহজাদাঃ বাবা মা সহ পরিবারের সকলেই ছিলেন আওয়ামীলীগের  সমর্থক। তাই ছোটবেলা থেকেই ছিল আওয়ামীলীগের প্রতি ভালবাসা। সক্রিয় রাজনীতিতে ছিলাম স্কুলজীবন থেকেই।

পলিটিক্সনিউজ২৪ঃ রাজনীতিতে কখন কি কি পদে ছিলেন?

দেলোয়ার শাহজাদাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথমে জিয়া হলের সদস্য ছিলাম। সোহাগ – নাজমুল ভাইর কমিটির সহ-সম্পাদক ছিলাম। বর্তমানে দপ্তর সম্পাদকের দায়িত্বে আছি।

পলিটিক্সনিউজ২৪ঃ দপ্তরের দায়িত্ব কতটা চ্যালেঞ্জিং?

দেলোয়ার শাহজাদাঃ বলা হয়ে থাকে দপ্তর হচ্ছে দলের প্রাণ ।  দপ্তর সচল থাকলে সংগঠন সবচেয়ে ভালো চলে । দপ্তরের দায়িত্ব অবশ্যই  চ্যালেঞ্জিং । দপ্তরের নির্দ্দিষ্ট কোন সময় নেই । ২৪ ঘণ্টা সজাগ থাকতে হয় ।

পলিটিক্সনিউজ২৪ঃ রাজনীতিতে ভবিষ্যৎ পরিকল্পনা?

দেলোয়ার শাহজাদাঃ মানুষের ভালবাসার জন্য রাজনীতি করি । আমি চাই , কেউ যাতে আমাকে নিয়ে আমার অগোচরে খারাপ ধারণা পোষণ না করে । মানুষের ভালবাসা নিয়ে রাজনীতিতে এগিয়ে যেতে চাই ।