সন্মেলনে সহযোগী সংগঠনের ভোটাধিকার থাকলে ভালো লাগতো: কৃষকলীগ

সন্মেলনে সহযোগী সংগঠনের ভোটাধিকার থাকলে ভালো লাগতো: কৃষকলীগ

Peasantry

২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম জাতীয় সন্মেলন। সন্মেলনে  প্রায় সাত হাজার কাউন্সিলর ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করবেন । তবে  আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুসারে সহযোগী সংগঠনের কেউ কাউন্সিলর নন এবং তাই  কারো ভোটাধিকার নেই। এই বিষয়ে কথা হয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ বাবু সমীর চন্দ  ও  কৃষকলীগের দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম পানু ‘ র সাথে।

সন্মেলনে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের ভোটাধিকার না থাকা নিয়ে কৃষিবিদ বাবু সমীর চন্দ  বলেন , আওয়ামীলীগের গঠনতন্ত্রে সহযোগী সংগঠনের ভোটাধিকার নেই, আমাদের সাংগঠনিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার কাছে আমরা আমাদের মতামত তুলে ধরতে পারি। তবে ভোটাধিকার থাকলে ভালো লাগত।

এই বিষয়ে কৃষকলীগের দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম পানু বলেন, “আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুসারে  নেতৃত্ব নির্বাচনে সহযোগী সংগঠনের ভোটাধিকার নেই। তবে নেতৃত্ব নির্বাচনে সহযোগী সংগঠনের সম্পৃক্ততা থাকলে, ভোটাধিকার থাকলে আমরা খুশি হতাম”।