আওয়ামীলীগ নেতৃত্বাধীন  ১৪ দলে আছে যারা

বাংলাদেশ আওয়ামী লীগ

আওয়ামীলীগ নেতৃত্বাধীন  ১৪ দলে আছে যারা

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এখন মোট ১৩ টি দল নিয়ে গঠিত। প্রায় ১৪ বছর আগে  শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হওয়ার পর ১৪ দল গঠনের উদ্যোগ নেওয়া হয়। নানামুখী চেষ্টার ফলে এর পরের বছরই ২৩ দফা ঘোষণা সামনে রেখে বাম প্রগতিশীল জোট ১১ দল, আওয়ামী লীগ, জাসদ ও ন্যাপ মিলে ১৪ দল গঠিত হয়। মূলত বাম ও গণতান্ত্রিক প্রগতিশীলদের সমন্বয়ে গড়া আ. লীগের  নেতৃত্বাধীন ১৪ দল।

পরে সিপিবি, বাসদসহ ১১ দলের চারটি দল বেরিয়ে যায়।ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ (একাংশ)—এ আটটি দল ১৪ দলে থেকে যায়। ফলে সে সময়ে ১৪ দল মূলত ১১ দলীয় জোটে পরিণত হয়। পরে গণফোরাম জোট থেকে বাদ পড়ে।

এতে ১৪ দল ১০ দলীয় জোটে পরিণত হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনের কিছু আগে ডানপন্থী জাতীয় পার্টি জেপি ও তরীকত ফেডারেশনকে জোটে নেওয়া হয়। বছরখানেক আগে জাসদ ভেঙে দুটি আলাদা জাসদ গঠিত হয়। দুই জাসদই বর্তমানে ১৪ দলে রয়েছে। ফলে জোটটিতে কার্যত এখন ১৩টি দল রয়েছে।

গত বছর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সম্প্রসারণে উদ্যেগ নেওয়া হয়েছিলো। তার ফলশ্রুতিতে ইসলামী ঐক্য ফ্রন্ট বাংলাদেশকে জোটে অর্ন্তভূক্তি নিয়ে  আনুষ্ঠানিক আলোচনা হলেও বাম শরিকরা জোটে ইসলামীপন্থীদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে মত দেয়। যার ফলে ১৪ দল আর সম্প্রসারিত হয়নি। তবে আওয়ামীলীগের নীতি- নির্ধারনী সূত্রে জানা গেছে আগামী নির্বাচনকে ঘিরে ১৪ দলীয় জোট সম্প্রসারিত হতে পারে।