ঝড়ে আহত যুবলীগ নেতা মুছার মৃত্যু

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ( Bangladesh Awami Jubo League )

ঝড়ের কবলে পড়ে আহত যুবলীগ নেতা মুছা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ( Bangladesh Awami Jubo League )

কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সিলেটের দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোছাদ্দেক আলী মুছা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৩১ মার্চ) সকাল পৌনে ৭টায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি… রাজিউন)।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশীদ আহমদ বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় দক্ষিণ সুরমা থেকে মোটরসাইকেলযোগে নগরীর রিকাবীবাজার যাচ্ছিলেন মুছা। পথে কাজির বাজার সেতু দিয়ে আসার সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মোটরসাইকেলসহ একটি ভ্যানগাড়ির ওপর আছড়ে পড়লে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

শুক্রবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হলে শনিবার সকালে তিনি মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে তার স্বজনরা বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় মুছার মাথায় আঘাতপ্রাপ্ত হলে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।