আন্দোলনের নামে ভিসির বাসভবনে হামলায় কাউকে ছাড় নয়: কাদের

আন্দোলনের নামে ভিসির বাসভবনে হামলায় কাউকে ছাড় নয়: কাদের

আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা পূর্বপরিকল্পিত এবং এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘৭১’র সাম্প্রদায়িক শক্তির চেয়ে ঘৃণ্য ও জঘন্যভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাস ভবনে হামলা করা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেয়া হ‌বে না। সবাইকে খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা হবে।’

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাবি ভিসি ক্ষতিগ্রস্থ বাসভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ ঘটনা মামলা করা হবে। যারা হামলা করেছে, যারা এর মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কাছে আমার প্রশ্ন ভিসি কি এই কোটা চালু করেছেন? নাকি উনি এটা সংরক্ষণের পক্ষে? কোটার সঙ্গে ভিসির কী সম্পর্ক? তার বাসায় হামলা কেন?’

আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, ‘ভিসি ও তার পরিবার এখনো সেই ট্রমায় ভুগছেন। হামলার সময় তারা বাগানের এক কোনে গিয়ে নিজেদের রক্ষা করেছেন। ফোন খোলা ছিল বলে মাননীয় প্রধানমন্ত্রী সেসময় (ভোর ৪টা) ভিসির খোঁজখবর নিতে পেরেছেন।’

এসময় উপস্থিত ছিলেন ঢাবি ভিসি অধ্যাপক আক্তারুজ্জামান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সদস্য এসএম কামাল হোসেন, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।