আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটিতে পুনরায় সদস্য নির্বাচিত প্রকৌশলী তন্ময়

প্রকৌশলী তন্ময় আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে পুনরায় সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি সাবেক এ সদস্য আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআই’র সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দলটির ওয়েবটিমের সমন্বয়ও করছেন তিনি।

প্রকৌশলী তন্ময় আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক করেছেন। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তিনি।

এ ছাড়াও ছাত্র রাজনীতিতে অবদানের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এই প্রকৌশলী।

পরবর্তী সময়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও সাধারণ সদস্য মনোনীত হন তন্ময় আহমেদ। ২০১৫ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে সহ-সম্পাদক পদে দায়িত্ব পান তিনি। এরপর ২০১৭ সালের মে মাসে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য নির্বাচিত হন প্রকৌশলী তন্ময় আহমেদ।