সিটি নির্বাচনে যাবে বিএনপি, মত দিলেন তারেক জিয়া

সিটি নির্বাচনে যাবে বিএনপি, মত দিলেন তারেক জিয়া

Bangladesh Nationalist Party

আন্দোলনের অংশ হিসেবে আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

বিএনপির অধিকাংশ নেতাই আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষে থাকলেও, তারেক জিয়া সিটি নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দেন।

গতরাতে বিএনপির সিনিয়র নেতারা বসেছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। বৈঠকে চলমান আন্দোলন এবং আসন্ন সিটি নির্বাচন অংশ নেওয়া না নেওয়া বিষয়ে আলোচনা হয়। বৈঠকের মাঝামাঝি সময়ে লন্ডন থেকে ফোন করেন তারেক জিয়া। তিনি প্রায় ১০ মিনিট বক্তব্য রাখেন। আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণের যৌক্তিকতা ব্যাখ্যা করেন তারেক জিয়া। নির্বাচনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আন্দোলনকে জোরদার করারও আহ্বান জানান তারেক। এই নির্বাচন সরকারকে আরও চাপে ফেলবে বলেও তারেক মন্তব্য করেন। এরপরই পাল্টে যায় বৈঠকের আবহাওয়া। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত বদলে সবাই নির্বাচনে যাবার পক্ষে অবস্থান নেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাজাহান, বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।