খালেদাকে বিদেশ পাঠানোর প্রয়োজন নেই: মেডিকেল বোর্ড

খালেদাকে বিদেশ পাঠানোর প্রয়োজন নেই: মেডিকেল বোর্ড

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এই মুহূর্তে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান ডা. শামসুজ্জামান। আজ রোববার সাংবাদিকদের তিনি এ কথা জানান তিনি।

১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক শামসুজ্জামাকে প্রধান করে নিউরোলজির মনসুর হাবীব, মেডিসিন বিভাগের টিটু মিয়া ও এবং ফজিকাল মেডিসিনের সোহেলী রহমানকে নিয়ে হয় মেডিকেল বোর্ড।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আজ কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার একাধিক এক্স-রে করা হয়। রোববার এক্সরের ফল পাওয়ার যায়। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শনিবার বেলা ১১টার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুই ঘণ্টার বেশি সময় স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়।