দুই বছরে সরকার একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি: রিজভী

কূটনৈতিক তৎপরতায় ব্যর্থ বলেই দুই বছরে সরকার একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী  ।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে চলন্তিকা বস্তিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, জায়গা দখল করতেই একের পর এক বিভিন্ন বস্তিতে পরিকল্পিত আগুন দিচ্ছে ক্ষমতাসীনরা।

এ সরকারের হাতে কেউ নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল দমনের পাশাপাশি দখলের রাজনীতিতে ব্যস্ত সরকার। তাই মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।