স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা: বাবু সভাপতি, জুয়েল সাধারণ সম্পাদক

স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা: বাবু সভাপতি, জুয়েল সাধারণ সম্পাদক

শফিউল বারী বাবুকে সভাপতি এবং আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে  স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। [ স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা: বাবু সভাপতি, জুয়েল সাধারণ সম্পাদক ]

বৃহস্পতিবার এক বিবৃতিতে নতুন এই কমিটির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি  বিএনপি চেয়ারপারসনের নির্দেশক্রমে গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মহোদয় অনুমোদন করেছেন।’ [ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল- Jatiyatabadi Sechchasebak Dal  ] 

নতুন কমিটিতে মোস্তাফিজুর রহমানকে সিনিয়র সহসভাপতি, গোলাম সারোয়ারকে সহসভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

১৯৮০ সালের ১৯ আগস্ট, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের অঙ্গ সংগঠন হিসেবে স্বেচ্ছাসেবক দল  প্রতিষ্ঠা করেন।

১৯৮০ সালের ১৯ আগস্ট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজী সিরাজকে (বর্তমানে সংস্কারপন্থী হিসেবে দল থেকে বাদ পড়েছেন) আহ্বায়ক করে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক  সংগঠন নামে একটি অঙ্গ সংগঠন গঠন করেন।

জিয়াউর রহমান এই সংগঠনের বিষয়ে বলেছিলেন, ‘সৎ নিষ্ঠাবান কর্মীদের সমন্বয়ে এই সংগঠনটি গড়ে তোলা হবে। এই সংগঠনের নেতাকর্মীরা দেশে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, মহামারীসহ যে কোনো জাতীয় দুর্যোগ ও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করবে। কোনো কাজেই তারা ব্যর্থ হবে না। অন্যরা যেখানে ব্যর্থ হবে স্বেচ্ছাসেবক সংগঠনের নেতাকর্মীরা সেখানে এগিয়ে যাবে।’ [ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি  –  Jatiyatabadi Sechchasebak Dal ]  

১৯ সেপ্টেম্বর ১৯৮৫ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদকে আহ্বায়ক করে ২৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এরপর ১০ মার্চ ১৯৯৬ সালে রুহুল কবির রিজভীকে সভাপতি ও ফজলুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় নতুন কমিটি।

১১ অক্টোবর ২০০৯ সালে ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে সভাপতি ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপুকে সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠিত হয় ২১ আগস্ট ২০১০ সালে। [ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি –  Jatiyatabadi Sechchasebak Dal ]  

১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বিএনপির জাতীয় কাউন্সিলে স্বেচ্ছাসেবক সংগঠনের নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামকরণ করা হয়।