ঢাকার সিটি বাস সার্ভিস রুটগুলো

ঢাকার সিটি বাস সার্ভিস রুটগুলো

 ঢাকার একাধিক রুটে অসংখ্য সিটি বাস চলাচল করে। যাত্রীদের সেবার মান অনুযায়ী ঢাকায় তিন ধরনের বাস সার্ভিস রয়েছে। এগুলো হল সিটিং সার্ভিস, কাউন্টার সার্ভিস ও লোকাল বাস সার্ভিস।

সিটি সার্ভিসের গাড়িগুলো সকাল ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত অবিরামভাবে চলাচল করে। তবে কাউন্টার সার্ভিসের গাড়িগুলো সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচল করে থাকে।

প্রজাপতি পরিবহন, নিউ পল্লবী এক্সপ্রেস, কনক পরিবহন
রুট: গাবতলি ⇄ মিরপুর ১ ⇄ মিরপুর ১০ ⇄ কালশি ⇄ বিশ্বরোড ⇄ এয়ারপোর্ট ⇄ উত্তরা ⇄ আব্দুল্লাহপুর।

বসুমতি পরিবহন, বি আর টি সি
রুট: গাবতলি ⇄ মিরপুর ১ ⇄ মিরপুর ১০ ⇄ কালশী ⇄ বিশ্বরোড ⇄ এয়ারপোর্ট ⇄ উত্তরা ⇄ আব্দুল্লাহপুর ⇄ টঙ্গী ⇄ গাজীপুর।

রবরব পরিবহন
রুট: গাবতলি ⇄ মিরপুর ১ ⇄ মিরপুর ১০ ⇄ কালশী ⇄ বনানী ⇄ গুলশান ২ ⇄ গুলশান ১ ⇄ বাড্ডা লিংক রোড।

জাবালে নুর পরিবহন ২
রুট: গাবতলি ⇄ মিরপুর ১ ⇄ মিরপুর ১০ ⇄ কালশী ⇄ কুড়িল ফ্লাইওভার ⇄ নতুন বাজার।

আকিক পরিবহন
রুট: গাবতলি ⇄ মিরপুর ১ ⇄ মিরপুর ১০ ⇄ কালশী ⇄ যমুনা ফিউচার পার্ক ⇄ নতুন বাজার ⇄ বাড্ডা।

ট্রাস্ট লাইন
রুট: মিরপুর ১০ ⇄ ক্যান্টনমেন্ট ⇄ বনানী ⇄ নতুনবাজার।

তেতুলিয়া পরিবহন
রুট: শিয়া মসজিদ ⇄ শ্যামলি ⇄ আগারগাও ⇄ মিরপুর ১০ ⇄ কালশী ⇄ বিশ্বরোড ⇄ এয়ারপোর্ট ⇄ উত্তরা ⇄ আব্দুল্লাহপুর।

জাবালে নূর পরিবহন ১, অভিজাত পরিবহন
রুট: আগারগাও ⇄ মিরপুর ১০ ⇄ কালশী ⇄ বিশ্বরোড ⇄ এয়ারপোর্ট ⇄ উত্তরা ⇄ আব্দুল্লাহপুর।

আলিফ পরিবহন, রইচ পরিবহন
রুট: মিরপুর সনি সিনেমা হল ⇄ মিরপুর ১০ ⇄ কাজী পাড়া ⇄ শেওড়া পাড়া ⇄ মহাখালী ⇄ গুলশান ১ – বাড্ডা ⇄ রামপুরা ⇄ বনশ্রী।

হিমাচল পরিবহন
রুট: মিরপুর সনি সিনেমা হল ⇄ মিরপুর ১০ ⇄ কাজী পাড়া ⇄ শেওড়া পাড়া ⇄ মহাখালী ⇄ গুলশান ১ ⇄ বাড্ডা ⇄ রামপুরা ⇄ খিলগাঁও খিদমা হাসপাতাল।

বি আর টি সি
রুট: গাবতলি ⇄ মিরপুর ১ ⇄ মিরপুর ১০ ⇄ কাজী পাড়া ⇄ শেওড়া পাড়া ⇄ মহাখালী ⇄ কাকলী ⇄ বনানী ⇄ গুলশান ২ ⇄ নতুন বাজার ⇄ বাড্ডা ⇄ রামপুরা।

এভারেস্ট পরিবহন
রুট: রূপনগর আবাসিক ⇄ মিরপুর ২ ⇄ মিরপুর ১ ⇄ খামারবাড়ি ⇄ ফার্মগেট ⇄ গুলিস্তান ⇄ কেরানীগঞ্জ।

মিরপুর মিশন পরিবহন লি.
রুট: চিড়িয়াখানা ⇄ মিরপুর ১ ⇄ খামারবাড়ি ⇄ ফার্মগেট ⇄ প্রেস ক্লাব ⇄ মতিঝিল।

ইতিহাস পরিবহন
রুট: মিরপুর ১০ ⇄ মিরপুর ২ ⇄ মিরপুর ১ ⇄ গাবতলী ⇄ সাভার ⇄ নবীনগর ⇄ চন্দ্রা।

বিহঙ্গ পরিবহন
রুট: মিরপুর ১২ ⇄ মিরপুর ১১ ⇄ মিরপুর ১০ ⇄ কাজীপাড়া ⇄ শেওড়া পাড়া, মহাখালী ⇄ গুলশান ১ ⇄ বাড্ডা ⇄ নতুন বাজার।

ঢাকা মেট্রো সার্ভিস
রুট: মিরপুর ১ ⇄ কল্যানপুর ⇄ শ্যামলী ⇄ আসাদগেট ⇄ শুক্রাবাদ ⇄ কলাবাগান ⇄ সাইন্সল্যাব ⇄ নিউ মার্কেট ⇄ নীলক্ষেত ⇄ আজিমপুর।

আশীর্বাদ পরিবহন, বিহঙ্গ পরিবহন
রুট: রূপনগর আবাসিক ⇄ মিরপুর ২ ⇄ মিরপুর ১ ⇄ কল্যানপুর ⇄ শ্যামলী ⇄ আসাদগেট ⇄ শুক্রাবাদ ⇄ কলাবাগান ⇄ সাইন্সল্যাব ⇄ নিউ মার্কেট ⇄ নীলক্ষেত ⇄ আজিমপুর।

নিউ ভিশন
রুট: চিড়িয়াখানা ⇄ মিরপুর ১ ⇄ খামারবাড়ি ⇄ ফার্মগেট ⇄ প্রেস ক্লাব ⇄ মতিঝিল।

দিশারী পরিবহন
রুট: চিড়িয়াখানা ⇄ মিরপুর ১ ⇄ গুলিস্তান ⇄ কেরানীগঞ্জ ⇄ বাবু বাজার ব্রীজ।

ট্রান্সসিলভা লি.
রুট: মিরপুর ১ ⇄ টেকনিক্যাল ⇄ কল্যাণপুর ⇄ আসাদগেট ⇄ কলাবাগান ⇄ সাইন্সল্যাব ⇄ শাহবাগ ⇄ প্রেস ক্লাব ⇄ গুলিস্তান ⇄ মতিঝিল ⇄ যাত্রাবাড়ী।

বিকল্প সার্ভিস ১/ঈ
রুট: মিরপুর ১৪ ⇄ মিরপুর ১ ⇄ টেকনিক্যাল ⇄ কল্যাণপুর ⇄ আসাদগেট ⇄ কলাবাগান ⇄ সাইন্সল্যাব ⇄ নিউ মার্কেট ⇄ নীলক্ষেত ⇄ আজিমপুর ⇄ টি এস সি ⇄ শাহবাগ ⇄ প্রেসক্লাব ⇄ গুলিস্তান ⇄ টিকাটুলি ⇄ যাত্রাবাড়ী।

আলিফ (বেঙ্গল)পরিবহন
রুট: মিরপুর ১০ ⇄ মিরপুর ১ ⇄ মাজার রোড ⇄ বেড়ি বাঁধ ⇄ আশুলিয়া ⇄ ফ্যান্টাসি কিংডম ⇄ নন্দন পার্ক।

পল্লবী লোকাল সার্ভিস
রুট: আসাদ গেট ⇄ শ্যামলী ⇄ কল্যাণপুর ⇄ টেকনিক্যাল ⇄ মিরপুর ১ ⇄ মিরপুর ২ ⇄ মিরপুর ৬ ⇄ চলন্তিকা মোড় ⇄ মিরপুর ৭ ⇄ মিরপুর ১১ ⇄ মিরপুর ১২।

বৃহত্তর মিরপুর, তিতাস পরিবহন
রুট: চিড়িয়াখানা ⇄ মিরপুর ১ ⇄ গাবতলী ⇄ সাভার ⇄ নবীনগর ⇄ চন্দ্রা ।

ই.টি.সি পরিবহন
রুট: কালশী ⇄ মিরপুর সারে ১১ ⇄ মিরপুর ১০ ⇄ কাজী পাড়া ⇄ শেওড়া পাড়া ⇄ আই.ডি.বি ⇄ খামারবাড়ি ⇄ ফার্মগেট ⇄ কাওরান বাজার ⇄ শাহবাগ ⇄ গুলিস্তান ⇄ সদরঘাট।

স্বকল্প পরিবহন
রুট: চিড়িয়াখানা ⇄ মিরপুর ১ ⇄ মিরপুর ১০ ⇄ আগারগাঁও ⇄ বিজয় স্মরনী ⇄ ফার্মগেট ⇄ বাংলামোটর ⇄ মগবাজার ⇄ মালিবাগ ⇄ কমলাপুর।

নবকলি পরিবহন
রুট: মিরপুর ১ ⇄ কল্যাণপুর ⇄ শ্যামলী ⇄ আগারগাঁও ⇄ নতুন রাস্তা ⇄ মহাখালী ফ্লাই ওভার ⇄ বনানী ⇄ গুলশান ২ ⇄ নতুন বাজার।

বৈশাখী পরিবহন
রুট: সাভার ⇄ গাবতলী ⇄ কল্যাণপুর ⇄ শ্যামলী ⇄ আগারগাঁও ⇄ নতুন রাস্তা ⇄ মহাখালী ⇄ গুলশান ১ ⇄ বাড্ডা লিঙ্ক রোড ⇄ নতুন বাজার।

দেশ বাংলা পরিবহন, রুপকথা পরিবহন
রুট: গাবতলী ⇄ আব্দুল্লাহপুর।

কনক পরিবহন
রুট: মিরপুর ১২ ⇄ মিরপুর ১০ ⇄ কাকলী ⇄ এয়ারপোর্ট ⇄ উত্তরা ⇄ আব্দুল্লাহপুর।

প্রভাতী বনশ্রী পরিবহন লি.
রুট: গুলিস্তান ⇄ পল্টন ⇄ মালিবাগ ⇄ মগবাজার ⇄ সাতরাস্তা ⇄ নাবিস্কো ⇄ মহাখালী ⇄ বনানী ⇄ এয়ারপোরট ⇄ উত্তরা ⇄ আব্দুল্লাহপুর ⇄ টঙ্গী ⇄ গাজীপুর ⇄ কালিয়াকোইর।

৬ নং মতিঝিল বনানী ট্রান্সপোর্ট লি. (লোকাল)
রুট ১: মতিঝিল ⇄ গুলিস্তান ⇄ পল্টন ⇄ মালিবাগ ⇄ মগবাজার ⇄ কাওরান বাজার ⇄ ফার্মগেট ⇄ বিজয় স্মরনী ⇄ মহাখালী ⇄ গুলশান ১ ⇄ গুলশান ২ ⇄ নতুন বাজার।

রুট ২: মতিঝিল ⇄ গুলিস্তান ⇄ পল্টন ⇄ মালিবাগ ⇄ মগবাজার ⇄ সাত রাস্তা ⇄ নাবিস্কো ⇄ মহাখালী ⇄ গুলশান ১ ⇄ বাড্ডা লিংক রোড ⇄ নতুন বাজার।

৪ নং এলাইক ট্রান্সপোর্ট ও বি আর টি সি আরটিকুলাটেড (Wi-Fi বাস)
রুট: বালুঘাট ⇄ ক্যান্টনমেন্ট ⇄ বিজয় স্মরনী ⇄ ফার্মগেট ⇄ বাংলামটর ⇄ শাহবাগ ⇄ পল্টন ⇄ গুলিস্তান ⇄ মতিঝিল।

৩ নং এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন (লোকাল)
রুট: বঙ্গবাজার ⇄ হাইকোর্ট ⇄ শাহবাগ ⇄ ফার্মগেট ⇄ মহাখালী ⇄ বনানী ⇄ বিশ্বরোড ⇄ এয়ারপোর্ট ⇄ উত্তরা ⇄ আব্দুল্লাহপুর।

৯ নং বাস
রুট: কলেজ গেট ⇄ শ্যামলী ⇄টেকনিক্যাল ⇄ মিরপুর ১ ⇄ মিরপুর ১২

অপেক্ষাকৃত পুরোনো রুট সিটি বাস সার্ভিসগুলো হলো:

মিরপুর ১২ টু গুলিস্তান/ সদরঘাট:
মিরপুর ১২ থেকে গুলিস্তান/ সদরঘাটে চলাচলকারী বাসগুলো হলো মিরপুর পরিবহন সার্ভিস লিঃ, মিরপুর-ইউনাইটেড সার্ভিস লিঃ ও বিহঙ্গ পরিবহন লিঃ।

মিরপুর পরিবহন সার্ভিস লিঃ গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত যাত্রী পরিবহন করে। এই পরিবহনের গাড়িতে মিরপুর ১২ থেকে শেওড়াপাড়া পর্যন্ত যাত্রী উঠানো হয়।

মিরপুর ইউনাইটেড সার্ভিস লিঃ ও বিহঙ্গ পরিবহন লিঃ মিরপুর ১২ থেকে সদরঘাট ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত চলাচল করে।

মিরপুর টু মতিঝিল:
মিরপুর ১২ থেকে মতিঝিলগামী বাসগুলো হল বিআরটিসি, বিকল্প অটো সার্ভিস ও হাজী ট্রান্সপোর্ট।

বিআরটিসি বাসগুলো মিরপুর ১২ থেকে মিরপুর ১০, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, হয়ে মতিঝিল পাশলা চত্বর পর্যন্ত চলাচল করে।

বিকল্প অটো সার্ভিসের গাড়িগুলো বিআরটিসি বাসের রুটেই মতিঝিল পর্যন্ত চলাচল করে।

হাজী ট্রান্সপোর্টের গাড়িগুলো একই পথে মতিঝিল নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে। মিরপুর ১২ থেকে ছেড়ে ফার্মগেট পর্যন্ত যাত্রী উঠানো হয়। ফার্মগেটের পর যাত্রী উঠানো হয় না।

আজিমপুর টু কুড়িল বিশ্বরোড:
আজিমপুর ইডেন কলেজের সামনে থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলকারী গাড়িগুলো হল উইনার ট্রান্সপোর্ট কোঃ লিঃ ও দ্বীপ বাংলা পরিবহন লিঃ। এগুলো কলাবাগান, কাওরান বাজার, বাড্ডা লিঙ্ক রোড হয়ে চলাচল করে।

দ্বীপ বাংলা পরিবহন লিঃ আজিমপুর থেকে সিটি কলেজ, কলাবাগান, পান্থপথ, কাওরান বাজার, নাবিস্কো, গুলশান লিংক রোড ও গুলশান ১ হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচল করে। কিন্তু দ্বীপ বাংলা পরিবহন সাময়িক ভাবে বন্ধ আছে।

তবে উইনার ট্রান্সপোর্ট কোঃ লিমিটেডের গাড়িগুলো একইভাবে নাবিস্কো পর্যন্ত যাওয়ার পর মহাখালী হয়ে গুলশান ১ দিয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচল করে।

আজিমপুর টু উত্তরা হাউজ বিল্ডিং/আবদুল্লাহপুর:
আজিমপুর টু উত্তরা হাউজ বিল্ডিং/আবদুল্লাহপুর পর্যন্ত চলাচল করে সূচনা বি.আর.এফ, ফাল্গুন আর্ট ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ ও বিআরটিসি পরিবহন।

সূচনা বি.আর.এফ আজিমপুর এতিমখানা মোড় থেকে ছেড়ে কলাবাগান, আসাদগেট, ফার্মগেট, মহাখালী, বনানী, হয়ে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত চলাচল করে। ইহা সাময়িক ভাবে বন্ধ আছে।

ফাল্গুন আর্ট ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের সামনে থেকে ছেড়ে সায়েন্সল্যাব, শাহবাগ, কাকরাইল, মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্বরোড হয়ে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত চলাচল করে।

বিআরটিসি পরিবহনের গাড়িগুলো ইডেন কলেজের সামনে থেকে ছেড়ে সায়েন্সল্যাব, কলাবাগান, আসাদগেট, খামারবাড়ী, কাকলী, বনানী হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত চলাচল করে। ইহা সাময়িক ভাবে বন্ধ আছে।

সদরঘাট টু গাজীপুর ও চন্দ্রা:
সদরঘাট থেকে সুপ্রভাত পরিবহন, আজমেরী গ্লোরী লিঃ ও স্কাইলাইন এক্সপ্রেস লিঃ গাজীপুর ও চন্দ্রা পর্যন্ত চলাচল করে।

সুপ্রভাত পরিবহন সদরঘাট ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে ছেড়ে কাকরাইল, মৌচাক, মালিবাগ রেলগেট, বাড্ডা, নতুন বাজার, বসুন্ধরা, কুড়িল, উত্তরা টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত চলাচল করে।

আজমেরী গ্লোরী লিঃ ও স্কাইলাইন এক্সপ্রেস লিঃ সদরঘাট ভিক্টোরিয়া পার্কের উত্তর পশ্চিম কর্নার থেকে ছেড়ে গুলিস্তান, কাকরাইল, মালিবাগ, মগবাজার, মহাখালী, এয়ারপোর্ট, আবদুল্লাহপুর, গাজীপুর বাইপাস হয়ে চন্দ্রা পর্যন্ত চলাচল করে।

মোহাম্মদপুর টু মতিঝিল:
মোহাম্মদপুর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়িগুলো হল রাজা সিটি পরিবহন লিঃ, এফ টি সি এল, মৈত্রী পরিবহন লিঃ ও এটিসিএল।

রাজা সিটি পরিবহন লিঃ, এফ টি সি এল ও মৈত্রী পরিবহন লি এর গাড়িগুলো মোহাম্মদপুর থেকে ছেড়ে শংকর, স্টার কাবাব, ঝিগাতলা, সিটি কলেজ, সাইন্সল্যাব, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান হয়ে আরামবাগ নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।

এটিসিএল পরিবহনের গাড়িগুলো মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, সিটি কলেজ, সাইন্সল্যাব, কাঁটাবন, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান হয়ে আরামবাগ নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।

মোহাম্মদপুর টু নতুন বাজার/দক্ষিন বনশ্রী:
মোহাম্মদপুর থেকে নতুন বাজার/দক্ষিন বনশ্রী পর্যন্ত চলাচল করে এমন গাড়িগুলো হল তরঙ্গ বাস কোঃ, বিআরটিসি ও তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিঃ

তরঙ্গ বাস কোঃ ও বিআরটিসি পরিবহনের গাড়িগুলো মোহাম্মদপুর থেকে ছেড়ে আসাদগেট, ফার্মগেট, মহাখালী, তিতুমীর কলেজ, গুলশান ১, বাড্ডা হয়ে নতুন বাজার পর্যন্ত চলাচল করে।

তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিঃ মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে শংকর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, সায়েন্সল্যাব, শাহবাগ, কাকরাইল, মালিবাগ রেলগেট, রামপুরা বাজার হয়ে দক্ষিন বনশ্রী পর্যন্ত চলাচল করে।

মিরপুর ১৪ টু খিলগাঁও:
মিরপুর ১৪ থেকে খিলগাঁও তালতলা মার্কেট পর্যন্ত চলাচল করে বাহন পরিবহন লিঃ। এই পরিবহনের গাড়িই মিরপুর ১৪ থেকে ছেড়ে মিরপুর ১০, মিরপুর ১, টেকনিক্যাল, কল্যানপুর, আসাদগেট, সায়েন্সল্যাব, শাহবাগ, প্রেসক্লাব, মতিঝিল, কমলাপুর, মুগদা হয়ে খিলগাঁও পর্যন্ত চলাচল করে।

মিরপুর ১৪ টু আজিমপুর:
নিসর্গ পরিবহন লিঃ মিরপুর ১৪ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে মিরপুর ১০ কাজীপাড়া, আগারগাঁও, শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, সায়েন্সল্যাব, ঢাকা কলেজ, নিউ মার্কেট, নীল ক্ষেত, ইডেন কলেজ হয়ে আজিমপুর পর্যন্ত চলাচল করে।

মিরপুর ১৪ টু মতিঝিল:
শতাব্দী পরিবহন লিঃ মিরপুর ১৪ বাসষ্ট্যান্ড থেকে মিরপুর ১৪, মিরপুর ১, শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, কাঁটাবন, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিলের নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।

মিরপুর ১৪ টু কাকলী বনানী:
মিরপুর ১৪ বাসষ্ট্যান্ড থেকে কাকলী বনানী পর্যন্ত চলাচলকারী একমাত্র গাড়ি হল ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস। ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস মিরপুর ১৪ থেকে কচুক্ষেত, সৈনিক ক্লাব হয়ে কাকলী – বনানী পর্যন্ত চলাচল করে।

এছাড়া অন্যান্য সিটি বাস সার্ভিসগুলো হলো:

রংধনু এক্সপ্রেস পোস্তগোলা থেকে মোহাম্মদপুর (আদাবর):
রুট: আদাবর ⇄ শিয়া মসজিদ ⇄ শ্যামলী ⇄ কলেজ গেট ⇄ আসাদগেট ⇄ কলাবাগান ⇄ সায়েন্সল্যাবরেটরি ⇄ শাহবাগ ⇄ কাকরাইল ⇄ ফকিরাপুল ⇄ মতিঝিল ⇄ দয়াগঞ্জ।

বোরাক পরিবহন:
পলাশী থেকে মেঘনাঘাট

রাজধানী এক্সপ্রেস মোহাম্মদপুর (শিয়া মসজিদ) থেকে মতিঝিল:
রুট: শ্যামলী ⇄ আসাদগেট ⇄ কলাবাগান ⇄ সায়েন্সল্যাব ⇄ কাঁটাবন ⇄ শাহবাগ ⇄ গুলিস্তান।

সুপার বাস মতিঝিল থেকে নন্দন পার্ক:
রুট: গুলিস্তান ⇄ শাহবাগ ⇄ ফার্মগেট ⇄ শ্যামলী ⇄ গাবতলী ⇄ সাভার ⇄ নবীনগর।

ঢাকা পরিবহন ঢাকা (মতিঝিল) থেকে গাজীপুর:
রুট: গুলিস্তান ⇄ শাহবাগ ⇄ ফার্মগেট ⇄ বনানী ⇄ উত্তরা ⇄ গাজীপুর ⇄ শীববাড়ী।

বলাকা পরিবহন সায়েদাবাদ থেকে গাজীপুর:
রুট: মতিঝিল ⇄ কমলাপুর ⇄ মালিবাগ ⇄ মগবাজার ⇄ নাবিস্কো ⇄ মহাখালী ⇄ বনানী ⇄ খিলক্ষেত ⇄ এয়ারপোরট ⇄ উত্তরা ⇄ টঙ্গী ⇄ বোর্ড বাজার ⇄ গাজীপুর ⇄ শীববাড়ী।

হিমালয় ট্রান্সপোর্ট:
নারায়নগঞ্জ এর মদনপুর থেকে যাত্রাবাড়ী, বাংলাদেশ ব্যাংক, মগবাজার, মহাখালী হয়ে এটি টঙ্গীব্রীজ চলে যায়।

লাব্বায়েক পরিবহন:
যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ, মুগদা, খিলগাঁও, মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট, শ্যামলী, গাবতলী হয়ে সাভার পর্যন্ত যাতায়াত করে। তথ্যসূত্রঃ ট্রাভেলডায়রিবিডি