সন্দেহজনক ব্যাংক লেনদেন : তাবিথ আউয়ালকে দুদকের জিজ্ঞাসাবাদ

দুর্নীতি দমন কমিশন

আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিদ আউয়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপপরিচালক আকতার হামিদ ভূঁইয়া।

মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তাবিদ আউয়ালকে সকাল ১০টায় উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সকাল সাড়ে ৯টায় দুদক কার্যালয়ে এসে উপস্থিত হন। এরপর তাকে সাড়ে ১০টার দিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এর আগে গত ২ এপ্রিল তাবিদ আউয়ালসহ বিএনপির ৮ জনের সন্দেহজনক ব্যাংক লেনদেন অনুসন্ধান শুরু করে দুদক।

এরপর গত ২৪ এপ্রিল আকতার হামিদ ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিদ আউয়ালকে পাঠানো হয়। ৮ মে সকাল ১০টায় তাকে দুদকে হাজির থাকতে বলা হয় ওই চিঠিতে।