‘ইতিহাসের সবচেয়ে সেরা সুশৃংখল সম্মেলন উপহার দিব ’: সোহাগ

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘কাজ করলে ভুল হবে। ভুলটা ধরিয়ে দেয়ার দায়িত্ব আপনাদের (সাংবাদিক)। আমরা যথার্থ কাজ করার চেষ্টা করেছি। আমরা কতটুকু সফল এর মাপকাঠি আপনাদের হাতে। আমরা চেয়েছি ছাত্রলীগকে ভালো ভাবে পরিচালনা করতে। আগামী দিনের নেতৃত্বে অভিযুক্তদের দায়িত্বে আনা হবে না। মেধাবী, সাহসী ও ত্যাগীরাই আগামীতে নেতৃত্বে আসবে।’তিনি বলেন, ‘ইতিহাসের সবচেয়ে সেরা সুশৃংখল সম্মেলন উপহার দিব ’

বুধবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করা হলে সোহাগ বলেন, ‘সিন্ডিকেট শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ব্যাবহার হয়। ছাত্রলীগে এই শব্দটি কীভাবে এসেছে তা আমার জানা নাই। আমরা প্রতিটি কার্যক্রম প্রধানমন্ত্রীর পরামর্শেই করার চেষ্টা করেছি। আগামীতে তাঁর পরামর্শেই সব কার্যক্রম অনুষ্ঠিত হবে।’

ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানান, ছাত্রলীগের প্রতিটা কমিটি গঠনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে। মুরব্বি সংগঠন (আওয়ামী লীগ) এর পরামর্শেই আমরা প্রতিটা কমিটি গঠন করেছি। কোনো অনুপ্রবেশকারীকে কমিটি রাখা হয়নি।’

এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ‘সম্প্রতি একটি আন্দোলন নিয়ে (কোটা আন্দোলন) ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা একটু ব্যস্ত ছিলো। বিভিন্ন জেলার সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হতে না পারলেও জেলা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পরামর্শেই আমরা নতুন কমিটি গঠন করেছি।’