উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৬০ শিশু জন্ম নিচ্ছে : ইউনিসেফ

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গড়ে প্রতিদিন ৬০ শিশু জন্ম নিচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এসব নবজাতকের অধিকাংশই ন্যূনতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত।

বুধবার এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৬ হাজার শিশু জন্ম নিয়েছে। এদের মধ্যে মাত্র তিন হাজার শিশু স্বাস্থ্য সুবিধা পেয়েছে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার বলেন, ‘ক্যাম্পগুলোতে দিনে প্রায় ৬০ শিশু পৃথিবীতে প্রথম নিঃশ্বাস নিচ্ছে এক দুর্বিষহ অবস্থার মধ্যে। যাদের মায়েরা সহিংসতা ও ধর্ষণের শিকার হয়ে বাড়ি থেকে দূরে স্থানচ্যুত হয়ে এক মানবেতর জীবনযাপন করছে।’

তিনি আরও বলেন, ‘যৌন সহিংসতার ফলে ক্যাম্পগুলোতে ঠিক কি পরিমাণ শিশু জন্ম নিবে তা ধারণা করা অসম্ভব। তবে নতুন জন্ম নেওয়া শিশু ও তাদের মায়েরা যেন সব ধরনের চিকিৎসা পায় সে বিষয়টিতে নজর রাখা জরুরি।’

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের হিসাব মতে, এসব শরণার্থীর ৬০ ভাগই নারী ও শিশু।