বিএনপি নির্বাচনে এলো কি না, বিষয় নয় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির আগ্রহ আছে। জাতীয় নির্বাচন নিয়ে কী আশঙ্কা? সিটি নির্বাচন নিয়ে তাদের ভয় নেই, জাতীয় নির্বাচন নিয়ে তাদের এত ভয় কেন? জাতীয় নির্বাচন তো নির্বাচনকালীন সরকারের অধীনেই হচ্ছে।

তিনি আরও বলেন ‘জাতীয় নির্বাচনে বিএনপি যে অংশ নেবে না, সেটা কীভাবে বুঝি? কারণ তারা খুলনা সিটিতে অংশ নিয়েছে। গাজীপুরে অংশ নিচ্ছে। বরিশাল ও সিলেটে মনোনয়ন ফর্ম বিক্রি করছে।’

বুধবার (২০ জুন) সচিবালয়ে ঈদ পরবর্তী আলাপকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

খালেদা জিয়া জেলে এবং তারেক রহমান বিদেশে, এ অবস্থায় বিএনপি নির্বাচনে না এলে সেটি একতরফা নির্বাচন হবে কি না- এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয়, তাহলে প্রশ্নবিদ্ধ হবে কেন? নির্বাচন ঠিক সময়েই অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে এলো কি না সেটি বিষয় নয়। এবার আগের চেয়ে অনেক বেশি দল নির্বাচনে অংশ নেবে।’

কাদের জানান, ‘অক্টোবরে তফসিল ঘোষণা হতে পারে। তবে এটি নির্বাচন কমিশনের কাজ।’

নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর কোনো মন্ত্রী নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর বা উদ্বোধন করতে পারবে না।’