গাজীপুরে কেন্দ্রীয় ১৪ দলের গণসংযোগ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে মাঠে নেমেছে কেন্দ্রীয় ১৪ দল। আজ ২১ জুন থেকে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বিভিন্ন টিমে ভাগ হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করেছেন। কেন্দ্রীয় ১৪ দলের এ প্রচারণা চলবে ২৪ জুন পর্যন্ত ।

কেন্দ্রীয় ১৪ দলের প্রচারণার অংশ হিসেবে আজ সকালে চান্দনা উচ্চ বিদ্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভা শেষে গণসংযোগে অংশ নেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। কর্মীসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া,  গণতন্ত্রী পার্টির ড. শাহদাৎ হোসেন ও অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার, ওয়ার্কার্স পার্টির কামরুল হাসান খান, কমিউনিস্ট কেন্দ্রের নেতা ডা. ওয়াজেদুল ইসলাম, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, তরিকত ফেডারেশনের রেজাউল হক চাঁদপুরী, জাতীয় পার্টি জেপির আজিজ বাঙ্গাল, গণআজাদী লীগের নেতা নাসির উদ্দিন খানসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ।