বিএনপির পর ইসিতে আওয়ামী লীগ

বিএনপির পর মঙ্গলবার দুপুর নির্বাচন কমিশনে-ইসি গেছেন আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অাব্দুস সবুর, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবীর কাওসার ও পারভীন জামান কল্পনা।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে যায়।

গাজীপুর সিটি নির্বাচনের চলমান পরিস্থিতি নিয়ে বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টনে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী।

সেসময় তিনি বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া, জালিয়াতি ও ভোট ডাকাতিসহ নানা অসঙ্গতির অভিযোগ তুলে ধরেন।

এর পরপরই ধানমণ্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দাবি করেছেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং শান্তিপূর্ণভাবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।