খুলনা ও গাজীপুরের নির্বাচন ভালো হয়নি, তথ্য প্রমাণ যোগাড় করা হচ্ছে: নির্বাচন কমিশনার

Election Commission Bangladesh-বাংলাদেশ নির্বাচন কমিশন
Election Commission Bangladesh-বাংলাদেশ নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, খুলনা ও গাজীপুরের নির্বাচন ভালো হয়নি। গাজীপুরে নির্বাচনী অনিয়ম জানতে সিইসির নির্দেশে তথ্য প্রমাণ যোগাড় করছেন। জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে প্রয়োজনে চেয়ার ছেড়ে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, তিনি আপোষ করবেন না, পেছনের দরজা দিয়ে পালিয়েও যাবেন না।

অল্প সময়ের ব্যবধানে কদিন আগেই শেষ হয়েছে খুলনা এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। দুই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট হলেও খুব একটা খুশি নন বিভিন্ন সময় কমিশনের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত দেখানো নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করতে অনিয়ম ঠেকাতে তিনি আপোষ করবেন না বলে জানিয়ে রেখেছেন।

তার আগে তিনি খতিয়ে দেখতে চান গাজীপুরের নির্বাচন। তিনি বলেছেন, খুলনা এবং গাজীপুরের পুনরাবৃত্তি তিন সিটিতে ঘটবে না বলে আশা রাখতে চান।

নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতখানি সহযোগিতা করেছে এবং কতটা অতি উৎসাহী ভূমিকা পালন করেছেন সেটাও খুঁজে আনবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।