সিটি নির্বাচনে পুলিশ দিয়ে হুমকি দেওয়া হচ্ছে: আমির খসরু

সিটি নির্বাচনে বিএনপি নেতা-কর্মীদের পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিশাল জনবল নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন- যা আচরণবিধি লঙ্ঘন। নির্বাচনী প্রচারণার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে শ্রমিক লীগ গুলশান সেন্টারে, মহিলা লীগ জেলা পরিষদ মিলনায়তনে, উপশহরে একটি হোটেলে সভা করেছে। তাতে নির্বাচন কমিশন কোনো আপত্তি জানায়নি, বাধা দেয়নি।

অথচ বিএনপি বিএনপি নেতা-কর্মীদের পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক দিয়ে ভয় দেখানো হচ্ছে, বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন উপস্থিত ছিলেন।