মানহানির মামলায় খালেদার গ্রেপ্তার চেয়ে আবেদন

মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারি করার আবেদন করা হয়েছে।

সোমবার (১৬ জুলাই) সকালে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে আবেদন করেন মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

এ বি সিদ্দিকী বলেন, ৩০ জুন ঘটনার সত্যতা পাওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। যেহেতু মামলাটির তদন্ত প্রতিবেদন এসেছে তাই আইন অনুযায়ী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ মামলায় সকালে ১১টায় দিকে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।’

২০১৭ সালের ২৫ জানুয়ারি আদালতে মানহানির অভিযোগে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক। ওই দিন আদালত শাহবাগ থানা পুলিশকে অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা না চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমে ছিল।’