রিজার্ভের পর ভল্ট থেকে সোনা চুরি স্বৈরাচারী সরকারের আলামত: মোশাররফ

বাংলাদেশ ব্যাংকের রিজাভ চুরির পর ভল্ট চুরি স্বৈরাচারী সরকারেরই আলামত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নেয় তা দেখার জন্য জাতি অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা এবং সরকারের নীল নকশা শীর্ষক মত বিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়েছিল ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার চাকতি ও আংটি, তা হয়ে আছে মিশ্র বা শংকর ধাতু। ছিল ২২ ক্যারেট সোনা, হয়ে গেছে ১৮ ক্যারেট। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অনুসন্ধান প্রতিবেদনে এ ভয়ঙ্কর অনিয়মের তথ্য উঠে এসেছে। দৈবচয়ন ভিত্তিতে নির্বাচন করা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি সোনা পরীক্ষা করে বেশির ভাগের ক্ষেত্রে এ অনিয়ম ধরা পড়ে। প্রতিবেদনটি জাতীয় রাজস্ব বোর্ড হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে।

এ বিষয়ে মোশাররফ বলেন ‘স্বৈরাচারী সরকারের কারণে মানুষের যেমন নিরাপত্তা নেই, তেমনি ব্যাংকেরও নিরাপত্তা নেই৷’

বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনা চুরির নিন্দা জানিয়ে তিনি বলেন: ‘বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে তা দেখার অপেক্ষায় আছে জনগণ। একদিন জনগণ এর বিচার করবে।’

নির্বাচন বিষয়ে বিএনপির এই নেতা বলেন: ‘আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন কমিশন খুলনা-গাজীপুর মডেলে নির্বাচন করবে। সরকারের স্বার্থে তারা খুলনা-গাজীপুর মডেলে নির্বাচন করবে। তাই এ কমিশনের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’

বেগম খালেদা জিয়া, বিএনপি ও জনগণ ছাড়া নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার এমন দাবী করে মোশাররফ বলেন ‘এই নীল থেকে নকশা মুক্ত হতে চাইলে স্বৈরাচারী এ সরকারকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করতে হবে। এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের মাধ্যমে এই আন্দোলন তীব্র করতে হবে বল জানান তিনি।’