লক্ষ্যে না পৌঁছুনো পর্যন্ত খালেদাকে কারারুদ্ধ রাখতে চায় সরকার: ফখরুল

যতক্ষণ পর্যন্ত সরকার তার অভিষ্ট লক্ষ্যে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখতে চায়।

বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়ার মুক্তিকে বিলম্বিত করছে এই সরকার। এসব মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে এবং আসন্ন জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতেই কারারুদ্ধ করে রাখা হয়েছে। কারাবন্দিদের জন্য যেসব আইনি সুযোগ সুবিধা রয়েছে, সেসব কিছু থেকে তাকে বঞ্চিত করে রাখা হয়েছে।

তিনি বলেন, সরকার ২০১৪ সালের মতো একতরফা সাজানো একটি নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতায় যেতে চায়। সরকার একদলীয় শাসন ব্যবস্থাকে একটি ভিন্ন খোলস পরিয়ে পাকাপোক্ত করতে চায়।