সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি

বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে বৈঠকে বসেছে।

তিনি বলেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘন এবং কোনও ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বিএনপির নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করছে। বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। এতে করে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ইমরান সালেহ প্রিন্স।

বৈঠকে সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন ও ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান উপস্থিত আছেন।