বাংলাদেশ ব্যাংকের স্বর্ণে মাত্র ৩ কেজি দূষিত

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশ ব্যাংকের ভল্পে স্বর্ণে হেরফের হওয়ার ঘটনা প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের স্বর্ণে কোনো সমস্যা নেই। ৯৬৩ কেজি স্বর্ণের মধ্যে মাত্র ৩ কেজি স্বর্ণ দূষিত।’

গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিপিইডিসি) শীর্ষক এক কর্মশালায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান অর্থমন্ত্রী। রোববার (২২ জুলাই) তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর অর্থমন্ত্রী এ কথা বলেন।

এদিন মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। মতিবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

ডিসিদের দাবি-দাওয়া বিষয়ে তিনি বলেন, ‘তাদের বাড়ি-ঘর (সরকারি বাসভবন) ভেঙে যাচ্ছে। আমরা এগুলো ঠিকঠাক করে দেব।’

জেলা পর্যায়ে কর আদায় বিষয়ে মন্ত্রী বলেন, ‘কর আদায় আগের থেকে অনেক বেড়েছে।’

বাজেট বাস্তবায়ন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘গত অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার ৮০-৯০ শতাংশ হয়েছে। আগে এটি ৯৩ শতাংশ হয়েছিল। উন্নয়ন প্রকল্পের পরিচালকরা ১ম জুলাই থেকে টাকা খরচ করতে পারবে। উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ১ জুলাই থেকে ছাড় দেওয়া হবে।’

‘আমাদের রিসোর্সের অভাব হয় না। আমরা ২০০০ বিলিয়ন ডলারের কমিটমেন্ট পাই। এখন ৫০০০ হাজার ডলারের কমিটমেন্ট পাচ্ছি’ বলেন অর্থমন্ত্রী।