জিগাতলা আজও রণক্ষেত্র, ফার্মগেটে হামলা

রাজধানীর জিগাতলায় আজও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। রবিবার (৫ আগস্ট) দুপুর সোয়া ১টা দিকে সংঘর্ষ শুরু হয়।

দুপুর ১২টার দিকে পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে অষ্টম দিনের মতো অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এসময় ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে করতে ওই সড়কের দিকে আসতে থাকে। এসময় ছাত্ররা ধাওয়া দিলে রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়ায়।

এসময় যোগ দেয় পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করে।

এদিকে ফার্মগেটে শিক্ষার্থীর মিছিলের ওপর হামলা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের একটি মিছিল ফার্মগেটের দিকে যাচ্ছিল। চার রাস্তার মোড়ে আসার আগেই একদল তরুণ মিছিলটির ওপর হামলা করে। এসব তরুণের মাথায় হেলমেট ছিল। এরা লাঠিসোঁটা নিয়ে মিছিলের ওপর হামলা করে। মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকারীরা এরপর ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে পড়ে। হামলাকারীরা ইউনিভার্সিটির ভবনের কাচ ভাঙচুর করে।