ভর করার মিশন ফেল হয়েছেঃকাদের

নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে বিএনপির ‘ভর করার মিশন’ ফেল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৭ আগস্ট) ধানমন্ডিস্থ দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে ভর করার মিশন ফেল হওয়ায় তারা (বিএনপি) এখন ১/১১ এর পুরাতন  কুশীলবদের সঙ্গে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির সঙ্গে হাত মিলিয়ে ওয়ান ইলেভেনের কুশীলবরা আবারও সক্রিয় হচ্ছে। তারা যদি ভেবে থাকে সরকার এ বিষয়ে কিছু জানে না কিংবা খোঁজখবর রাখছে না- এটা নেহায়েত ভুল হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ষড়যন্ত্র করে যারা দেশকে ধ্বংস করে তারাই দেশকে অস্থিতিশীল করার জন্য সারা দেশ থেকে তাদের ক্যাডারদের ঢাকায় এনে ঢাকা অচল কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। আমরা আবারও লক্ষ্য করছি- শান্তিময় পরিবেশে ওনায় ইলেভেনের কুশীলবরা আবারও সক্রিয় হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে নেমে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন তাদের সঙ্গে কিভাবে আমরা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং করবো।’

‘দেশে গুন্ডাতন্ত্র চলছে’ গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড: কামাল হোসেনের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘গুন্ডাতন্ত্র কাকে বলে আমি ড: কামালের কাছে জানতে চাই।’

শিক্ষার্থীদের আন্দোলন শেষে জনজীবনে স্বস্তি ফিরেছে মন্তব্য করে তিনি বলেন, ‘স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশের জীবনযাত্রা এখন স্বাভাবিক। দুর্ভোগের সমাধান হতে চলেছে। সম্পূর্ণ না হলেও পরিবহন সংকট অনেকটা কেটেছে। দূরপাল্লার পরিবহন স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানাবো। শিক্ষক, ম্যানেজিং কমিটিকেও অভিনন্দন জানাবো। আন্দোলনের ইতি টেনে কালবিলম্ব না করে পড়াশুনায় মনোনিবেশ করেছে শিক্ষার্থীরা, ঘরে ফিরে গেছে। গোটা জাতি স্বস্তি পেয়েছে।’

শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের যে ৯ দফা দাবি সেগুলো শেখ হাসিনার সরকার মেনে নিয়েছে। বেশ কিছু দাবি বাস্তবায়ন করা হয়েছে। সড়ক পরিবহন আইন ক্যাবিনেটের পর পার্লামেন্টে পাঠানো হয়েছে। এ দাবিটি পূরণ হলে শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়ন করা হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, একেএম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড: হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু প্রমুখ।