কোথায় ‘শুভঙ্করের ফাঁকি’: বিএনপিকে কাদের

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের খসড়ায় কোথায় শুভঙ্করের ফাঁকি আছে তা দেখিয়ে দেয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৮ আগস্ট) আজিমপুর এতিমখানায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত দুস্থ, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।

এর আগে গত মঙ্গলবার প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের খসড়াকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলে অভিযোগ করে বিএনপি।

সড়কমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ আইন করা হচ্ছে। কোথায় শুভঙ্করের ফাঁকি আছে তা তারা (বিএনপি) দেখিয়ে দিক।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আন্দোলনে ব‍্যর্থ হয়ে নোংরা রাজনীতির খেলা শুরু করেছে। যা শিক্ষার্থীদের আন্দোলনে স্পষ্ট হয়েছে। দলটি বারবার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।’

ছাত্র আন্দোলনের ‘গুজব’ ছড়িয়ে বিএনপি সুযোগ নিতে চেয়েছিলে দাবি করে কাদের বলেন, ‘শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আক্রান্ত করেছে। আর বিপরীতে আমাদের নেতাকর্মীদের দোষী হিসেবে সাব্যস্ত করেছে একটি মহল।’

তিনি বলেন, ‘বঙ্গমাতা বাংলাদেশের নারী সমাজের ও রাজনৈতিক অঙ্গণে একটি আদর্শের নাম। বঙ্গবন্ধুকে তিনি রাজনীতিতে সাহসী ভূমিকায় দেখতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু তাঁর প্রেরণায় বাংলাদেশের মানুষের জন্য সবসময় যুদ্ধ করে গেছেন। বঙ্গমাতার কারণে তিনি বঙ্গবন্ধু হয়ে উঠতে পেরেছিলেন।’

এ এফ এম ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।