সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছাড় নয়: হাছান

শিক্ষার্থীদের আন্দোলনে যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। একইসঙ্গে তিনি সাংবাদিকদের দাবির সঙ্গেও একাত্মতা পোষণ করেছেন।

বুধবার (০৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মদিন’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান বলেন, ‘এখন ১৪ কোটি মানুষের হাতে ক্যামেরা, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে সিসি ক্যামরা। সুতরাং কোনও কিছুই কিন্তু লুকোনোর সুযোগ নেই। কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে যারা উস্কানির বাতাস দিয়ে ষড়যন্ত্র করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। যাতে তারা পুনরায় দেশে এ ধরনের বিশৃঙ্খলা আর কেউ সৃষ্টি করতে না পারে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলনে ২৫-৩০ বছরের যুবকদের স্কুলের ড্রেস পরিয়ে শিক্ষার্থী সাজিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় একটি মহল প্রচণ্ড হতাশ। এরা কারা? এরা বিএনপি-জামায়াত ও ১/১১’র কুশীলব।’

সরকারের সাবেক এ মন্ত্রী আরও বলেন, ‘আগস্ট মাস বাঙালির শোকের মাস। এ বছরও শোকের মাস ঘিরে কুচক্রী মহল বিএনপি-জামায়াত এবং ১/১১’র কুশীলবরা দেশে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল। এমনকি সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনে ভর করেও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তারা।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।