স্থগিত দুই কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ চলছে

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের ফল আটকে থাকা স্থগিত দুই কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে এ দুটি কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ দুটি কেন্দ্র হচ্ছে- গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে মেয়র, কাউন্সিল, সংরক্ষিত কাউন্সিলর সব পদে পুনরায় গ্রহণ হচ্ছে।

গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ২ হাজার ২২১ জন। আর হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ২ হাজার ৫৬৬ জন। সব মিলিয়ে এই দুই কেন্দ্রে ভোটের ৪ হাজার ৭৮৭ জন।

গেলো ৩০ জুলাই অনিয়ম বিশৃঙ্খলার কারণে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে এ দুটি কেন্দ্রের ভোট স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

৩০ জুলাইয়ের নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ভোট গণনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রাপ্ত ভোট ৯০ হাজার ৪৯৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পান ৮৫ হাজার ৮৭০ ভোট। ফলে বিএনপির মেয়র প্রার্থী আওয়ামী লীগের
মেয়র প্রার্থীর চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন। মেয়রের চেয়ারে বসতে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রয়োজন ১৬১ ভোট।
এছাড়া ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নাজনীন আক্তার কণা (জিপ গাড়ি) ও নার্গিস সুলতানা রুমি (চশমা) দু’জনই ৪ হাজার ১৫৫ ভোট পান। ফলে সিটি করপোরেশনের ১৯, ২০ ২১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোট হচ্ছে।

এদিকে ভোটকেন্দ্রে ও এর আশপাশ এলাকায় জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রেগুলোতে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা।