ফায়দা লুটতে চায় শিবির-ছাত্রদল: রাব্বানী

সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে শিবির-ছাত্রদল রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘নিরাপদ সড়কের যৌক্তিক আন্দোলনেও তারা গুজব ছড়িয়ে ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করেছে। আমারা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনকে স্বাগত জানাই। তাদের যে কোনো জাগরণ ও ন্যায়ের প্রতি আমাদের নৈতিক সমর্থন রয়েছে।’

বৃহস্পতিবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগ আয়োজিত ‘সন্ত্রাস বিরোধী সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

গোলাম রাব্বানী আরোও বলেন, ‘নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে গুজব ছড়ানো ৭০০টি ফেসবুক আইডি ইতিমধ্যে আমরা শনাক্ত করেছি। তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি। যারা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বানানোর অপচেষ্টা চালিয়েছে, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

নিরাপদ সড়ক আন্দোলনে আমরা প্রতিটা পয়েন্টে পয়েন্টে ছাত্রদের কাছে গিয়েছি জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শিক্ষার্থীদের দাবি সরকারের মেনে নেয়ার কথা বুঝিয়েছি। তাদের আশ্বস্ত করেছি যে, যদি এ দাবি আদায়ে কালবিলম্ব বা গড়িমসি হয় তাহলে ছাত্রলীগ আপনাদের পাশে থেকে আন্দোলন গড়ে তুলবে।’

সমাবেশে শোকাবহ ১৫ আগস্টের দিন খালেদা জিয়াকে ভুয়া জন্মদিন পালন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রলীগের নেতারা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।