বলেছিলেন কোটা থাকবে না, এখন নির্যাতন করছেন: প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন,‍ ‘এই দুঃখ (শোক) মাসে আর দুঃখ বাড়াবেন না। আপনিতো বলেছিলেন চাকরির ক্ষে‌ত্রে কোনো কোটা থাকবে না। তারপরও কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার করে এখন নির্যাতন করছেন।’

সোমবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে গণমাধ্যমকর্মী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর সন্ত্রাসী হামলার বিচার এবং মামলা প্রত্যাহারসহ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী ব‌লেন, ‘রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্র যখন দুর্নীতিতে ভরে গিয়েছে, তখন আমাদের সাধারণ ছাত্ররা দেখিয়ে দিয়েছে কীভাবে রাষ্ট্র মেরামত করতে হয়। তাদের এই আন্দোলন যে সঠিক ছিল গতকালও সরকার বলেছেন, তার আগে পুলিশ বলেছেন। তারপরও গ্রেফতারকৃত ২২ জন সাধারণ ছাত্রকে মুক্তি দেয়া হচ্ছে না কেন?’

তিনি বলেন, ‘সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবি সরকার মেনে নিয়েছেন। তারপরেও এই কয় দিনে ৭ জন সাধারণ জনগণ কীভাবে সড়ক দুর্ঘটনায় মারা যায়? তাহলে আপনারা কি দাবি মেনে নিলেন? এটা কি আপনা‌দের চালাকি ছিলো? চালাকি করে দেশে উন্নয়ন হয় না।’

‌তি‌নি আরও ব‌লেন, ‘জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিন। সাংবাদিকদের স্বাধীনতার ফিরিয়ে দিন। তাদেরকে স্বাধীনভাবে লেখার সুযোগ দিন। তাহলে দে‌শে শ‌ান্তি ফিরে আসবে।’

এ সময় তিনি নিরাপদ সড়ক চাই’র আন্দোলনের ২২ জন শিক্ষার্থী ও কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের মুক্তির দাবিও জানান।

আয়োজক কমিটির উপদেষ্টা আজাদ উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।