দেশে আবারও গণঅভ্যুত্থান হবে: আমান

কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, সহায়ক সরকার প্রতিষ্ঠার জন্য এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ৯০-এর চেতনায় বাংলাদেশে আবারও একটি গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

প্রধানমন্ত্রী আক্রোশের মধ্যদিয়ে দেশ পরিচালনা করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার বিরোধী দলের ওপর নিপীড়ন চালিয়ে দেশ পরিচালনা করছে। বর্তমান প্রধানমন্ত্রী আক্রোশের বশবর্তী হয়ে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছেন। তাঁকে শেখ মুজিবের হত্যাকারী বলেছেন। শেখ হাসিনার এ ধরনের মিথ্যাচার ঘৃণাভরে প্রত্যাখান করে অবিলম্বে এসব বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

আমান বলেন, ‘সেইসঙ্গে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় দেশে আবারও ৯০ এর চেতনায় একটি গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে।’

শনিবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি ছাত্র মিশন আয়োজিত এক সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এ সংহতি সমাবেশে আমান উল্লাহ আমান আরও বলেন, ‘সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাকশালী শাসকের পতন ঘটবে। দেশে সহায়ক সরকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।’

‘১/১১ এর পদধ্বনি শুনতে পাচ্ছি’ – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সেই পদধ্বনি যদি শুনতেই পান তাহলে পদত্যাগ করেন।’

আয়োজক সংগঠনের সভাপতি সালমান খান বাদশার সভাপতিত্বে ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় সংহতি সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হোসেন, জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার ও জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ।