ষড়যন্ত্রকারীরা সুর পাল্টাচ্ছে, ষড়যন্ত্র থামায়নি: হাছান

ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়ে সুর পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

‘আপনি অবশ্যই বিশ্বাস করেন যে, আমি আপনার শুভাকাঙ্ক্ষী’ সম্প্রতি ড. কামাল হোসেনের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা সুর পরিবর্তন করলেও তাদের মানসিকতার পরিবর্তন হয় নাই। ষড়যন্ত্রও থেমে নাই।’

শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আওয়ামী শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী’র এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেনের সমালোচনা করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘যারা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করলো তাদের ব্যাপারে আপনাদের কোনও বক্তব্য নাই কেন? পুলিশের ওপর যারা চড়াও হলো, সাংবাদিকদের ওপর যারা হামলা করলো তাদেরকে মুক্তি দেয়ার জন্য আপনারা উকালতি করছেন।’

তিনি বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে প্রবেশ করে যারা আওয়ামী লীগ অফিসে হামলা করে আমাদের নেতাকর্মীদের চোখ ওপড়ে ফেললো, আমাদের অনেক নেতাকর্মীদের আহত করলো, তাদের ব্যাপারে কিংবা আমাদের আহত নেতাকর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে আপনাদের কোনও বক্তব্য আমরা দেখি নাই।’

আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল, কবি আসাদ চৌধুরী প্রমুখ।