‘২১ আগস্ট হামলার মাস্টারমাইন্ড বিএনপি’

২১ আগস্ট হামলার মাস্টারমাইন্ড বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৬ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের বর্বর গ্রেনেড হামলার সাথে বিএনপি সরাসরি জড়িত। তারা এ হামলার মাস্টারমাইন্ড।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। আশা করছি সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি হবে না সেটা সময় অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। তাছাড়া আওয়ামী লীগতো কখনোই বলেনি যে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। এখন দেখা যাক সময় কি বলে?

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এলাকায় যার জনপ্রিয়তা আছে, জনগণের কাছে যারা অধিক গ্রহণযোগ্য, তারাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাবেন।

প্রসঙ্গত: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় দলীয় সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে চালানো হামলায় নিহত হন মোট ২২ জন। আহত হয় কয়েকশ নেতা-কর্মী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আগামী মাসে আলোচিত এই মামলার রায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।