আরও ৪ নতুন মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সরকারি নতুন চার মেডিকেল কলেজ চালু হওয়ায় এমবিবিএস কোর্সে আরও ২৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঈদ পূনর্মিলনী সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।

তিনি বলেন, নওগাঁ, নেত্রকোনা, নীলফামারি ও মাগুরা নতুন মেডিকেল কলেজ চালুর জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
এতে ২৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

এছাড়া চাঁদপুরে মেডিকেল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

নতুন শিক্ষা বছরে অতিরিক্ত ২৫০ জন সহ ৩৬টি সরকারি মেডিকেল কলেজে মোট ৪ হাজার ৬৮জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।