সমাবেশ শুরু আগেই নয়াপল্টন জনসমুদ্র

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ দুপুর ২টায়। এর আগেই বেলা ১১টার পরপরই আসছে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। দুপুর ১টার পরপরই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দেখা যায়, নয়াটল্টনের পাশ্ববর্তী ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত লোকে লোকালয়। যেন জনসমুদ্র।

রাজধানীর বাংলামটর, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল, মুগদা, বাসাবো, মালিবাগ, শান্তিগরসহ বিভিন্ন স্থান থেকে মিছিলে মিছিলে আসছেন নেতাকর্মীরা।

এছাড়া ঢাকার বাইরে থেকে যেসব নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে চান, তারা সকাল থেকেই নয়াপল্টনের আশেপাশের অলিতে গলিতে অবস্থান নেয়। দুপুর ১২টার পর তারা মিছিল সহকারে নয়াপল্টনে যোগ দিতে শুরু করেন।

রাজধানীতে উন্মুক্ত পরিবেশে বিএনপি সমাবেশের সুযোগ পাওয়ায় এতে যোগ দিতে আসা নেতাকর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব লক্ষ করা গেছে। যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ অংশ নেন। ফলে ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে।