জাতীয় নির্বাচনের পর ডাকসু নির্বাচন চায় ছাত্রলীগ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চায় বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিৎ চন্দ্র দাস সাংবাদিকদের জানান, পরিবেশ পরিষদের সভায় এমন দাবি জানিয়েছে তার সংগঠন।

সঞ্জিৎ চন্দ্র দাস বলেন, আমরা নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দিতে বলিনি। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আসন্ন জাতীয় নির্বাচনের পরে ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর আগে নির্বাচনের আয়োজন করে তাহলে ছাত্রলীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত।

তিনি বলেন, আমরা বলেছি, নির্বাচনের ব্যাপারে ছাত্রলীগ সব ধরণের সাহায্য করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, যারা নিয়মিত ছাত্র যারা মাদকসেবী নয়, যাদের নামে কোন মামলা নেয় তারাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। কেউ যদি ইচ্ছা করে হলে না থেকে বাহিরে বিলাসী জীবন যাপন করে বলে আমরা হলে থাকতে পারি না তাহলে তো আমাদের করার কিছু নেই।