মঈনের বাসায় কূটনীতিকরা

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সহ অন্তত আটটি দেশের কূটনীতিকেরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের গুলশানের বাসায় মঙ্গলবার রাতে নৈশভোজে অংশ নেন। সেখানে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জাপান, নেদারল্যান্ডস, নেপাল, ভুটানসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকেরা ছিলেন।

কূটনীতিকেরা মঈন খানের বাসায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত অবস্থান করেন।

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব সহ নৈশভোজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ছিলেন।

সূত্রে জানা যায়, নৈশভোজের নিমন্ত্রণে গেলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে। আগামী নির্বাচন নিয়ে কূটনীতিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির নেতারা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিদেশি কূটনীতিকেরা একে একে মঈন খানের বাসা থেকে বের হন। রাত ১১টার কিছু আগে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ওই বাসা থেকে বের হন। এ সময় সাংবাদিকেরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তিনি কিছু বলেননি।

এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মহদুদ আহমদ রাত সোয়া ১১টার দিকে বাসা থেকে বের হন । তারাও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।