খালেদাকে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হবে বিকেলে

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হচ্ছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর তাকে হাসাপাতালে নেওয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের পর খালেদা জিয়াকে হাসপাতালে আনা হতে পারে।

তিনি আরও বলেন, যেকোনো ভিআইপি বা ভিভিআইপি রোগীদের চিকিৎসার জন্য আমরা সবসময় প্রস্তুত। খালেদা জিয়াকেও আজ নিয়ে আসা হলে আমরা তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবো।

বিএসএমএমইউ সূত্রে আরও জানা গেছে, খালেদা জিয়ার জন্য দুইটি ভিআইপি কেবিন (৬১১ ও ৬১২) রেডি করা হচ্ছে।

এদিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন ব্রেকিংনিউজকে জানান, বিকেল ৩ টার পর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে।

অন্যদিকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের গাড়িসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।