‘জনপ্রিয় হওয়া কি খালেদা জিয়ার অপরাধ?’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘মামলায় সকল আসামি জামিনে শুধু খালেদা জিয়ার জামিন নাই তাহলে প্রধানমন্ত্রী হওয়া কি বড় অপরাধ? জনপ্রিয় নেতা হওয়া কি অপরাধ?’

রবিবার (৭ অক্টোবর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে ‘গণতন্ত্র, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন আ স ম রব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে আ স ম রব বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী এখন কোন মামলায় জেলে আছে আমাকে আপনারা বলতে পারেন?’ রব মনে করেন, জামিন হওয়া সত্ত্বেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেভাবে অন্য মামলায় আটক করে রাখা হয়েছে, তা অন্যায়।

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি থেকে জনগণকে মুক্তি দিতে হবে মত দেন আ স ম রব। জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের মতে প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে।

সেমিনার বিএনপি স্থায়ী কমিটি সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘ষড়যন্ত্রমূলক নির্বাচন করে জোর করে ক্ষমতায় টিকে থাকা এবার কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে না। নির্বাচনে বিএনপিকে প্রতিহত করতে যেভাবে একের পর এক বিএনপি নেতাকর্মীদের মামলা দেওয়া হচ্ছে তা নজিরবিহীন।’