‘শিগগিরই বিএনপি-যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার কর্মসূচি’

শিগগিরই বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার লক্ষ্য ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার (৮ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার মধ্যে বৈঠক শুরু হয়।

বৈঠক চলাকালে রাত পৌনে ১২টার দিকে সাংবাদিকদের মওদুদ আহমদ বলেন,‘আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে এখন সব বিষয় বলা যাবে না।’

তিনি আরও বলেন,  ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপি একমতে পৌঁছেছে।’

বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষে জেএসডির আ স ম আব্দুর রব, মেজর ( অব:) মান্নান, আব্দুল মালেক রতন, এস এম আকরাম, শহীদুল্লাহ কায়সার, তানিয়া রব, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোস্তফা মহসীন মন্টু ও আ ব ম মোস্তফা আমীন এবং বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।