বি. চৌধুরীকে সুকৌশলে বের করে দেয়া হয়েছে: কাদের

বিএনপি-গণফোরাম-নাগরিক ঐক্য ও জেএসডি নিয়ে সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সুকৌশলে বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টকে বের করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বনানীস্থ বিআরটিএ ১৫ বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে ড. কামাল. মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রবের ঐক্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এই জোটের উদ্দেশ্য সম্পর্কে দেশবাসী জানে। বিএনপি যাদেরকে নিয়ে জোট করেছে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। তাই তাদের উদ্দেশ্য পূরণ হবে না।’

বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নতুন জোটে না যাওয়ার বিষয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বি. চৌধুরীকে সুকৌশলে ঐক্যফ্রন্ট থেকে বের করে দেয়া হয়েছে। তাকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে রাখা হয়েছে। বি. চৌধুরীকে অপমান করা হয়েছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে যেভাবেই হোক ক্ষমতায় মঞ্চ থেকে হঠাতেই ড. কামালের মূল উদ্দেশ্য। কামাল হোসেনের টার্গেট সম্ভবত ক্ষমতায় যাওয়া নয়। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো।’

ড. কামালের হোসেনের উদ্দেশে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘এই ধরনের ঐক্যটা আসলে কে চালাবে? মূল দল হচ্ছে বিএনপি। আর বিএনপি চালায় কে? বিএনপির চেয়ারপারসন এখন জেলে। ভাইস চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের অঙ্গুলি হেলনেই চলবে এটা। লন্ডন থেকে দলেরও নেতৃত্ব দিচ্ছেন এবং এই জোটেরও নেতৃত্বে কলকাঠি নাড়বেন তারেক রহমান। ড. কামাল হোসেন সাহেব এটা নিজে ভাল করেই জানেন।’

নির্বাচন কশিনের (ইসি) বৈঠক থেকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বেরিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বৈঠক বর্জন ও নোট অব ডিসেন্ট গণতন্ত্রের বৈশিষ্ট্য। নির্বাচন কমিশন তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নয় যে, কেউ কোনো প্রস্তাবে ভেটো দিলে তা পাশ হবে না।’