‘চিল্ড্রেন আর্ট ফেস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আবদুর রহিম’

সরকার শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম । আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সরকারের এ প্রচেষ্টা আগামীতেও অব্যহত থাকবে।

শুক্রবার রাজধানীর বনানী পূজামণ্ডপে চিল্ড্রেন আর্ট ফেস্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

শিশুদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে শাহরিয়ার আলম বলেন: আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে। কারণ তারাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে। এমন আয়োজনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানান।

তিনি তার আরও বক্তব্যে বলেন ,  বিগত যেকোনো সময়ের তুলনায় সনাতন ধর্মালম্বীরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে নিজেদের নিরাপদ মনে করছে। সরকারের স্বদিচ্ছাতেই এটা সম্ভব হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শহীদ আব্দুল কাদের কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুর রহিম।

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ করায় পূজা উদযাপন কমিটি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।