সরকার‌কে বিদায় কর‌তে গণবিস্ফোরণ ঘটাতে হবে: মাহবুব

বর্তমান সরকার অ‌বৈধ মন্তব্য ক‌রে বিএনপি’র ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ব‌লে‌ছেন , ‘এই  সরকার‌কে বিদায় কর‌তে হ‌লে জাতীয় ঐক্যর মা‌ধ্যে‌মে দে‌শে গণবিস্ফোরণ ঘটাতে হবে।’

মঙ্গলবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবৈধ সাজার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মাহবুব ব‌লেন, ‘সংসদ বহাল রেখে, সংসদের নেতারা নির্বাচন করবেন ,সাধারন জনগনের সাথে, এটা হতে পারে না। হতে দেওয়া হবে না।’

এই সরকার সারা দেশকে কারাগারে পরিণত করেছে মন্তব্য ক‌রে তি‌নি ব‌লেন, ‘এর থেকে মুক্তি পেতে হলে। অবশ্যই আমাদেরকে রাজপথে নামতে হবে। তার জন্য আমা‌দের আরও ক‌ঠিন ভা‌বে ঐক্যবদ্ধ হ‌তে হ‌বে।’

‌বিএন‌পির এই নেতা ব‌লেন, ‘আমাদের লজ্জা হয। যখন এই সরকার প্রধান বলে মইনুলের বিরুদ্ধে মামলা করেন, আমি তা দেখব। মইনুল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের বিশেষ ভূমিকা রাখায় তার নামে মিথ্যা মামলা করে গ্রেপ্তার করা হয়েছে ব‌লে তি‌নি যোগ ক‌রেন।’

এ সময় শ্রমিক দলকে আহ্বান করে তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে। অধিকার আদায় হয়েছে। সবগুলোই শ্রমিকদের কারণে হয়েছে। তাই আসুন, রাজপথে নেমে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করি।’

‌বিএন‌পি’র এই  ভাইস চেয়ারম্যান ব‌লেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করায় সরকার হতবাক হয়েছে। তারা বিশ্বাস করতে পারেনি । দেশের মানুষ এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে আমরা যদি সঠিক পথে আন্দোলন করতে পারি। তাহলে এই অবৈধ সরকারকে সুষ্ঠু নির্বাচন দিয়ে বের হয়ে যেতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুর ইসলাম না‌সিম, আবুল খায়ের খাজা প্রমুখ।