মঙ্গলবার ইসিতে যাবেন ঐক্য ফ্রন্টের নেতারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার(২৯ অক্টোবর) বিকেল ৩ টায় আগারগাঁও নির্বাচন কমিশন কাযালয়ে যাবেন তারা। প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি ব্রেকিংনিউজকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ‘বিএনপি মহাসচিবের নেতৃত্বে আাগামীকাল (মঙ্গলবার) নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।’

তবে প্রতিনিধি দলে আর কে কে থাকছেন তা তিনি জানাতে পারেননি।

বিএনপি সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষিত ৭ দফা ও ১১ লক্ষ্য ইসিকে আনুষ্ঠানিকভাবে লিখিত জমা দেয়া হবে।