কোনো দাবিই মেনে নেয়নি: মান্না

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে সংলাপে উপস্থাপন করা ৪টি দাবির কোনো দাবিই মেনে নেয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় সংলাপ শেষে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আলোচনা মনঃপূত হয়নি। সংলাপে কোনো সমাধান আসেনি। আমাদের কোনো দাবিই মেনে নেয়নি।’

জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে আলোচনা করে পরে সংলাপের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে জানান নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবিত নির্দলীয় উপদেষ্টা পরিষদ, সংসদ ভেঙে দেয়া ও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েনের দাবি নাকচ করে দিয়েছে সরকার।

বেলা ১১টায় শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা চলা এই সংলাপ শেষে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের কয়েকটি প্রস্তাব সংবিধান সম্মত না হওয়ায় সেগুলো মেনে নেয়ার সুযোগ নেই।’

জাতীয় ঐক্যফ্রন্ট যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে তা অগণতান্ত্রিক তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার ফাঁকফকর বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন সাধারণ সম্পাদক।