খালেদা জিয়া অসুস্থ, চিকিৎসকরা ছাড়পত্র দেননি: ফখরুল

মেডিকেল বোর্ডের অনুমতি ছাড়াই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ ন‌ভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া এখনও অত্যন্ত অসুস্থ, জোর করে তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে। পিজিতে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।’

বিএনপি মহাসচিবের অভিযোগ, ‘খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন তিনি অত্যন্ত অসুস্থ, তারা তাঁকে ছাড়পত্র দেননি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকদের অনুমতি ছাড়া অন্য কাউকে দিয়ে একটি ছাড়পত্র লিখিয়ে জোর করে তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে। সম্পূর্ণ রাজনীতিক কারণে এটা করা হয়েছে।’

তিনি বলেন, ‘কারাগারে আমরা দেখলাম দেশনেত্রী অত্যন্ত অসুস্থ। তিনি হুইল চেয়ারে বসতে পারছিলেন না। এর মধ্যে আদালত পরিচালনা করা হয়। আমি দেশ‌নেত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমাকে অনুমতি দেয়া হয়নি।’

‘অসুস্থ অবস্থায় চিকিৎসা শেষ না করে জোর করে কারাগারে নিয়ে আসা অমানবিক। আমরা এর নিন্দা জানাই। আমরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি।’