নৌকায় মনোনয়নপত্র নিলেন মাশরাফি

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন। রোববার দুপুর ১টার দিকে ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।

মাশরাফির জন্য আগেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফরম তুলে রাখেন। পরে তার হাতে ফরম তুলে দেন কাদের।

এদিকে মানুষের স্রোত ঠেলে মাশরাফির দলীয় অফিসে প্রবেশে দেরি হয়। কারণ মাশরাফির আগমন উপলক্ষে ধানমন্ডি কার্যালয়ে ব্যাপক জনসমাগম হয়েছে।
হাজার হাজার মানুষ তার প্রতীক্ষায় রয়েছেন অনেক আগে থেকেই। কার্যালয়ের বাইরে ও ভেতরে তিল ধারণের ঠাঁই নেই।

ধানমন্ডি ৩-এ, ও এর সংযোগ সড়কগুলোতে মানুষের পা ফেলার জায়গা নেই।

গতকালই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রোববার মাশরাফি ও সাকিব আল হাসান (টেস্ট দলের অধিনায়ক) মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। কিন্তু শনিবার রাতে সাকিব নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।