‘ধানের শীষ’ ও ‘ছাতা’ প্রতীক চায় এলডিপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও ছাতা এই দুই প্রতীকে নির্বাচন করতে চায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

রবিবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের (ইসি) কাছে এই চিঠি জমা দেন এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

এলডিপির প্রেসিডেন্ট ড. অলি আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘এলডিপির মনোনীত প্রার্থীদের মধ্যে কেউ কেউ এলডিপির প্রতীক ছাতা মার্কা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন। আবার কয়েকজন প্রার্থী ২০ দলীয় জোটের প্রধান শরীক দল বিএনপির প্রতীক ধানের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।’

ইসিতে চিঠি দেওয়ার পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো সঙ্গে কথা বলার সুযোগ হয়নি বলে জানান শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘দুই প্রতীকে নির্বাচনের বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা আমাদের আবেদন গ্রহণ করবে কি না, সেটা তাদের ব্যাপার। আইনে থাকলে গ্রহণ করবেন, না থাকলে করবেন না। ইসি এ বিষয়ে কী সিদ্ধান্ত নেন, সেটা আমাদের আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে আশা করছি।’

এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ তরিকত ডোরেশন (বিটিএফ) নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে চিঠি দেয় ইসিকে।