‘ঊদীয়মান সূর্য’ প্রতীকেই নির্বাচন করবে গণফোরাম

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরাম নিজ প্রতীক ‘ঊদীয়মান সূর্য’ প্রতীকে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে। রবিবার (১১ নভেম্বর) বিকেলে দলটির সভাপতি ড. কামাল হোসেন চিঠি দিয়ে ইসিকে এ কথা জানান।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। তবে তফসিল একমাস পেছানোর দাবি করে জোটটি। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন জোটের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

এর পর পরই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ আটটি নিবন্ধিত দল ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়াই করবে বলে জানায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিও নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।